ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
গাজীপুরে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কাতলাখালী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে প্রিন্টের কামিজ ও সাদা সালোয়ার রয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. মোবারক হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কাতলাখালী এলাকায় স্লুইস গেটের পাশে বস্তাবন্দি ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ ওই এলাকায় ফেলে গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৮ 
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।