ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবেশী নারীকে কুপিয়ে খুন করলো মাদকসেবী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
প্রতিবেশী নারীকে কুপিয়ে খুন করলো মাদকসেবী আটক মকসেদ-ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর চারঘাটে প্রতিবেশী নারীকে কুপিয়ে খুন করেছে এক মাদকসেবী। নিহত ওই নারীর নাম মর্জিনা বেগম ওরফে লতা (৫৫)। 

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গণপিটুনি দিয়ে মাদকসেবী মকসেদ আলীকে (৩০) থানা পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।

নিহত মর্জিনা ওই গ্রামের মৃত সাইফুল ইসলাম ওরফে তারার স্ত্রী। মকসেদ ওই গ্রামের জামাল উদ্দীন প্রামানিকের ছেলে।

রাজশাহী চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল জানান, মকসেদ মাদক সেবন করেন। সকালে মাদক সেবনের টাকার জন্য মকসেদ তার মা সপুরা বেগমকে মারধর করছিলেন।

এ সময় তাকে বাধা দেন প্রতিবেশী মর্জিনা। এতে ক্ষিপ্ত হয়ে মর্জিনাকে হাসুয়া দিয়ে কোপান মকসেদ। এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা। ঘটনার পর স্থানীয়রা মকসেদকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ওসি নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। দুপুরের মধ্যেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আটক মকসেদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।