বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় শেরপুরের নলিতাবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মঙ্গলবার (২০ মার্চ) রাতে গুলশানের কালাচাঁদপুরের একটি বাসা থেকে বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানের (৪২) মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুজাতার ভাগ্নে সঞ্জীব চিরান ও তার বন্ধুরা বিকেলে ওই বাসা থেকে বের হয়ে যায়। তখন পুলিশ ধারণা করে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতে সঞ্জীবই এ হত্যাকাণ্ড ঘটায়।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
পিএম/এএ