বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন বৈশু রানী, প্রসুত, জগেন্দ্র, ধনি, পপি, সমাপ্রীতি, অনিসা, রমেশ্বর ও মনসু ত্রিপুরা। আহতদের মধ্যে সমাপ্রীতির অবস্থা আশংকাজনক।
জানা যায়, সকালে ভাইবোনছড়ার বড়পাড়া এলাকা থেকে খাগড়াছড়িতে বেচাবিক্রি করার জন্য কৃষিপণ্য নিয়ে চাঁদের গাড়িটি আসার পথে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা সবাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন।
খাগড়াছড়ির সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. নয়ন ময় ত্রিপুরা বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এএটি