বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সামিউল একই এলাকার সানাউল হকের ছেলে।
সানাউল হক জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়েছিল সামিউল। এসময় ইটবাহী একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসআই