বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুমন ওই এলাকার মোহাম্মাদ ভান্ডারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন বুধবার দিনগত রাতে ঘরের পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্বজনরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে সুমনকে ঝুলন্ত দেখে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে কাউনিয়া থানার সেকেন্ড অফিসার তানজিল আহম্মেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমএস/আরআর