বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা শুরু হয়ে মহসিন মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন অবদান উল্লেখ করে শিক্ষার্থীরা প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম।
শোভাযাত্রাটিতে কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন বলে দাবি করেন অধ্যক্ষ। এ সময় তিনি বলেন, এ সাফল্য অর্জনে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব, দৃঢ়চিত্ত ও দূরদর্শী পরিকল্পনা কাজ করেছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমআরএম/আরআর