ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিজ গ্রামে পৌঁছেছে কাকন বিবির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
নিজ গ্রামে পৌঁছেছে কাকন বিবির মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে কাকন বিবির মরদেহ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁওয়ে এসে পৌঁছেছে বীর প্রতীক কাকন বিবির মরদেহ।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাকে নিজ গ্রামে নিয়ে আসা হয়।

কাকন বিবির দাফনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

নিজ বাড়ির উঠানে তাকে দাফন করা হবে। বর্তমানে তাকে গোসল করানো হচ্ছে।

জানা যায়, বিকেল সাড়ে ৩টায় লক্ষীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মাঠে কাকন বিবির জানাজা অনুষ্ঠিত হবে ।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া মততাজ বাংলানিউজকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

নিজ গ্রামে পৌঁছেছে কাকন বিবির মরদেহ

উল্লেখ, কাকন বিবি নিউমনিয়া রোগে আক্রান্ত হলে তার মেয়ে ছকিনা বিবি ও মেয়ের জামাতা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার (২১ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

**বীরপ্রতীক খেতাব ‘গেজেটভুক্ত’ না হওয়া দুঃখজনক

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।