ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে অস্ত্র-গুলি রাখার দায়ে যুবকের ১৭ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
নাটোরে অস্ত্র-গুলি রাখার দায়ে যুবকের ১৭ বছরের কারাদণ্ড

নাটোর: নাটোরে অস্ত্র ও গুলি রাখার দায়ে রাকিবুল ইসলাম অনিক (২৫) নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।  

সাজাপ্রাপ্ত রাকিবুল ইসলাম সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক সরকারের ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৭ সালের ২৭ মার্চ সকালে সদর উপজেলার চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে রাকিবুলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেসময় তার কাছ থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। পরে সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের দু’টি ধারায় মামলা রুজু করে র‌্যাব। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত হাসান মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এরপর শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।