ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নেপাল থেকে তিনজনের মরদেহ আসছে বিকেলে, ফ্লাইট বিলম্ব

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
নেপাল থেকে তিনজনের মরদেহ আসছে বিকেলে, ফ্লাইট বিলম্ব গাড়িতে করে বিমানবন্দরে নেওয়া হচ্ছে মরদেহ/ফাইল ছবি

নেপাল থেকে: নেপালে প্লেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, পিয়াস রয় ও মোহাম্মদ আলিফুজ্জামানের মরদেহ বিকেলে ঢাকায় পৌঁছাবে। এরই মধ্যে মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া শেষ করা হয়েছে।

বাংলাদেশ বিমানের বিজি০৭২ ফ্লাইট ওই তিনজনের মরদেহ নিয়ে নেপাল সময় সাড়ে তিনটায় উড়াল দেবে ঢাকার পথে। দুপুর দেড়টায় সিডিউল সময় থাকলেও ফ্লাইট ডিলে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

 

সকালে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের টিচিং কলেজ থেকে ওই তিন মরদেহ দূতাবাসে নেওয়া হয়। প্রথম জানাজা শেষে মরদেহগুলো ওখান থেকে দুপুরে নেওয়া হয় ত্রিভুবন বিমানবন্দরে।

গত ১২ মার্চ ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি ও ১ চীনা নাগরিক নিহত হন। বাকি ২২ জন আহত হন। এরই মধ্যে ২৩ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।