বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক।
নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
তিন দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীতে শিশু চিত্রশিল্পী জর্জের মোট ১০০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। বিশ্বে চার বছর বয়সের কোনো শিশুর একক চিত্র প্রদর্শনী এ প্রথম বলে আয়োজকরা দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আরবি/