নিহত সুমন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শফিউর রহমানের ছেলে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশে নির্মাণাধীন নতুন ভবনের পঞ্চম তলার বাইরের অংশে কাজ করছিলেন ওই দুই শ্রমিক।
বুধবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বাঁশের মাঁচা ভেঙে গেলে তারা নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় উভয়কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাতে সুমনের মৃত্যু হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের গার্ড রেজাউল ও সাইড ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির জানান, ভবনের উত্তর দিকের বাইরের অংশে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। বাঁশের মাঁচা সরে গেলে পঞ্চম তলা থেকে ওই দুই শ্রমিক নিচে পড়ে যান।
বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, নিয়মানুযায়ী সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ প্রস্তুত করা হয়েছে।
তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করেই তারা মরদেহ নিয়ে যেতে চাচ্ছেন। তাই আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমএস/আরআর