বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনি যশোর সদর উপজেলার অলিউর রহমানের ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, সকালে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান চালিয়ে হবিগঞ্জের উদ্দেশে আসছিলেন রনি। পথে মাধবপুরের শাহজিবাজার এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেন। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আরবি/