বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে নেত্রকোনা শহরের নাগড়া এলাকার একটি ঘর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলার সহকারী পরিচালক মো. শাহ আলম তাকে আটক করেন।
মোর্শেদ একই এলাকার আব্দুল খালেক তালুকদারের ছেলে।
মো. শাহ আলম বাংলানিউজকে জানান, মোর্শেদকে যে ঘর থেকে আটক করা হয়েছে সেখানে দলবেধে নিয়মিত মাদক সেবন হয়। আটককালে তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদিসহ ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মোর্শেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনটি