ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চুরি করতে গিয়ে খুন করা হয় মা-মেয়েকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
চুরি করতে গিয়ে খুন করা হয় মা-মেয়েকে গ্রেফতারকৃত আসামিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ইস্টার সানডে উপলক্ষে ফুর্তির টাকা যোগাড় করতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুরির সময় গুলশানে নারী বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানকে (৪০) খুন করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

খুনের ঘটনায় শেরপুরের নালিতাবাড়ি এলাকা থেকে সঞ্জিব চিরান (২১), রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীণ সাংমা (১৯) ও শুভ চিসিম ওরফে শান্তকে (১৮) গ্রেফতার করে র‌্যাব -১।

গ্রেফতারদের স্বীকারোক্তির ভিত্তিতে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে কারওয়ান বাজার এলাকায় র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মুফতি মাহমুদ খান বলেন, গত এক মাস আগে সঞ্জিব তার বন্ধু শান্ত ও প্রবীণের সঙ্গে খালা সুজাতার বাসায় চুরির পরিকল্পনা করেন। সঞ্জিব ধারণা করে, খালার পরিবারের সবাই চাকরি করেন তাই তাদের বাসায় পাঁচ থেকে ছয় লাখ টাকা থাকতে পারে। ইস্টার সানডে উপলক্ষ্যে আনন্দ ফুর্তি করার জন্য এ চুরির পরিকল্পনা করেন তারা।

প্রায় এক বছর আগে সুজাতার স্বামী আশিষ সঞ্জিবকে ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি দেয়। বেতন বেশি দাবি করায় এক মাস পরে চাকরি ছেড়ে শেরপুরে চলে যান আশিষ। তখন থেকেই খালা সুজাতার বাসায় আসা-যাওয়া ছিল সঞ্জিবের।

চুরির পরিকল্পনা অনুযায়ী গত ১৯ তারিখ বন্ধু শান্ত ও প্রবীণকে নিয়ে ঢাকায় আসে সঞ্জিব। ঢাকার কুড়িলে একটি আবাসিক হোটেলে কর্মরত তাদের বন্ধু রাজুকে ঢাকায় আসার বিষয়টি জানায় এবং রাজুর আরেক বন্ধুর বাসায় ওদিন রাত্রিযাপন করেন।

মুফতি মাহমুদ খান আরও বলেন, পরদিন ২০ মার্চ সকালে সঞ্জিব, শান্ত ও প্রবীণ রাজুর কর্মস্থলে যায় এবং রাজুকে তাদের পরিকল্পনার কথা জানায়। রাজুর কাছ থেকে একটি ছুরি নেয় সঞ্জিব। তারপর তারা চারজন মিলে সকাল নয়টায় বেসেতের বাসার নিচে যায়। সেসময় বাসায় অনেকে থাকায় তারা সারাদিন বাইরে ঘোরাঘুরি করেন। পরে আনুমানিক বিকেল ৩টার দিকে তারা বেসেতের বাসায় প্রবেশ করেন। তখন বেসেত ও তার মেয়ে মায়াবী বাসায় ছিল। আত্মীয় হিসেবে বেসেত তাদেরকে চা-বিস্কিট খেতে দেয়। পরে খাল বেসেত সঞ্জিবকে দুইশ’ টাকা দিয়ে দেশীয় মদ 'চু' আনতে বলেন।

সঞ্জিব মদ নিয়ে আসলে সবাই মিলে মদ পান করে এবং পরিকল্পনা অনুযায়ী সুজাতাকে বেশি মদ পান করিয়ে নেশাগ্রস্ত করে ফেলেন। এ সময় সুজাতার মেয়ে মায়াবী তার কর্মস্থলে চলে যায়। তখন তারা চারজন চুরি করতে উদ্ধত হলে বাসায় সুজাতার মা বেসেত চলে আসেন। তাদের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে ভেবে প্রথমে বেসেতকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। তারপর ওই বাসা থেকে আরেকটি ছুরি ও সঙ্গে আনা ছুরি দিয়ে মদ্যপ সুজাতাকে কুপিয়ে খুন করেন শান্ত ও সঞ্জিব। তখন ঘরে অনেক খোঁজাখুঁজি করেও টাকা না পেয়ে বাসা থেকে বের হয়ে যায়।

বাসা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর এসে নালিতাবাড়ির টিকিট কাটে এবং তাদের ব্যবহৃত ছুরি কাউন্টারের পেছনে ফেলে যায়। তারা গ্রেফতার এড়াতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।