বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সুমন সদর উপজেলার ভালাইপুরের মৃত ফিরোজ আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে সুমন মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন গুরুতর অাহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনটি