ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
হবিগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জ শহর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের মাহমুদাবাদ এলাকার পুরাতন খোয়াই নদীর একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, খোয়াই নদীর একটি নালায় কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে চলে যায়।

পরে মরদেহটি ঘিরে কুকুর ও শেয়ালের উপদ্রব দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হয়। পরে কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।