ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
যশোরে মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার পরিত্যক্ত রকেট লাঞ্চার/ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের ঝিকরগাছায় মাটির নিচ থেকে আটটি পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কৃষ্ণনগর মাঠপাড়ার একটি ফসলি জমি থেকে এ রকেট লাঞ্চারগুলোর উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, সকালে কৃষ্ণনগর গ্রামের আজিজুর রহমান জমিতে মাটি কাটতে গিয়ে মাটির নিচে ওই রকেট লাঞ্চারগুলো দেখতে পান।

পরে থানায় খবর দিয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম, যশোরের সার্কেল এসপি নাসের উদ্দীন, র‍্যাব-০৬ যশোর ক্যাম্পের সিনিয়র ডিএডি আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিমসসহ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে রকেট লাঞ্চারগুলো থানায় নিয়ে যায়।

ওসি আবু সালেহ মাসুদ করিম বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে রকেট লাঞ্চারগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। তবে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা তদন্ত না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেনাবাহিনী কিংবা সরকারের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।