বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটার বিমানটি উড়াল দেয়। যদিও সিডিউল মতে দুপুর দেড়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল।
এর আগে মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া শেষে সকালে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে টিচিং কলেজ থেকে প্লেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, পিয়াস রয় ও মোহাম্মদ আলিফুজ্জামানের তিন মরদেহ দূতাবাসে নেওয়া হয়। প্রথম জানাজা শেষে মরদেহগুলো ওখান থেকে দুপুরে নেওয়া হয় ত্রিভুবন বিমানবন্দরে।
১২ মার্চ ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি ও ১ চীনা নাগরিক নিহত হন। বাকি ২২ জন আহত হন।
আহতদের মধ্যে বাংলাদেশি ৯ জনকে ফেরত এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
**নেপাল থেকে তিনজনের মরদেহ আসছে বিকেলে, ফ্লাইট বিলম্ব
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ইইউডি/এসএইচ