কবির পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার জোনাব আলী হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (২২ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার সূত্রে জানা গেছে, ডিপ টিউবওয়েল শ্রমিক হিসেবে কাজ করতো কবির। গত মঙ্গলবার (২০ মার্চ) ডিপ টিউবওয়েল বসানোর সময় একটি লোহার পাইপের আঘাতে গুরুতর আহত হয় কবির। তাকে উদ্ধার করে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
দুপুরে কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফরিদ তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমএস/ওএইচ/