অ্যাম্বুলেন্স ধর্মঘট
মাদারীপুর: মাদারীপুর সদর হাসপাতালে চলছে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট। ফলে চরম বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
সদর হাসপাতালে বহিরাগত অ্যাম্বুলেন্স দিয়ে রোগী আনা-নেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে জেলা অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ ধর্মঘট ডাকা হয়েছে।
মাদারীপুর জেলা অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন মোল্যা জানান, মাদারীপুর সদর উপজেলায় শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা ১৫।
সংগঠনের বাইরে থাকা আরো দু’টি অ্যাম্বুলেন্স নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো ভাড়া আদায় করে রোগী আনা-নেয়া করে। পাশাপাশি সিরিয়ালও মানে না ওই দুই অ্যাম্বুলেন্সের চালকরা। এ অবস্থায় জেলা সদরের সংগঠনভুক্ত ১৫টি অ্যাম্বুলেন্স চালকরা ভাড়া না পেয়ে আর্থিক সমস্যায় পড়ছেন দীর্ঘদিন ধরে। এরই প্রতিবাদে সকাল ৯টা থেকে এ ধর্মঘট ডাকা হয়েছে।
এতে পুরো জেলায় প্রায় ৩০টিরও বেশি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।