বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় দুদক কুষ্টিয়ার উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন বিএসএফআইসির প্রধান প্রকৌশলী (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড কুষ্টিয়া) আহসান সিদ্দিক, কুষ্টিয়া চিনিকলের সাবেক মহাব্যবস্থাপক (কারখানা) মাধব চন্দ্র মণ্ডল (বর্তমানে একই পদে নাটোর চিনিকলে কর্মরত), নারায়ণগঞ্জে অবস্থিত যন্ত্রপাতি সরবরাহকারী মডার্ন স্টিল ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকার আবুল কাশেম ও দিলীপ চন্দ্র সাহা।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা জালিয়াতির মাধ্যমে কুষ্টিয়া সুগার মিলের একটি পুরনো এয়ার কমপ্রেসার ছাড়াও সরকারের ৭ লাখ ৫ হাজার টাকা আত্মসাত করেছেন। যা দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয় মামলার অনুমোদন দেয়।
এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক মো. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, এ মামলার তদন্তকালে আরো গভীরভাবে অনুসন্ধান করে দেখা হবে, আরো কেউ জড়িত আছে কিনা অথবা আরো বড় কোনো ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে কিনা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনটি