ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিরামপুর সীমান্তে ৫ রোহিঙ্গা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
বিরামপুর সীমান্তে ৫ রোহিঙ্গা আটক  আটক ৫ রোহিঙ্গা

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।  

আটকরা হলেন- মায়ানমারের আইকাফ জেলার মন্ডু উপজেলার মন্ডু ইউনিয়নের খানজিয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. আব্দুল হক (৩৫) একই উপজেলার শিরদাপাড়া ইউনিয়নের মন্ডু গ্রামের মোহাম্মদের স্ত্রী নূর ফাতেমা (২৫) তার মেয়ে মাইমুনা (১) কাটারিপাড়া ইউনিয়নের নারিবিল গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নূর ফাতেমা (২৮) তার ছেলে ফাহাদ হোসেন (৫)।

 

২০ বিজিবির বিরামপুর ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রজনীকান্ত সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিক্তিতে দুপুরে কাটলা সীমান্তের ২৮৮/৫১ এস পিলার এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় এক নারী ও দুই শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে এলে তাদের আটক করা হয়। আটকদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।