এন্তাজুল উপজেলার আব্দুলপুর হাজিপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলো।
বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার মাঝাপাড়া গ্রামের সৌদি প্রবাসি মোতাহার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, মাঝাপাড়া গ্রামের সৌদি প্রবাসি মোতাহার হোসেনের বাড়িতে কাজ করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এন্তাজুল নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ওএইচ/