বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে এ ঘটনা ঘটে। উদয় উপজেলার সুন্দরপুর গ্রামের ললন চন্দ্র রায়ের ছেলে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বাংলানিউজকে জানান, সকালে পাঁচ বস্তা রসুন নিয়ে রাণীপুর হাটে যাচ্ছিলেন উদয়। পথে পূর্ব মল্লিকপুর দাখিল মাদ্রাসা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসআরএস