বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে বাজারের পাঁচটি ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনটি