ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম মোড়ে অবস্থিত ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের   ভেতরে বাজারের পাঁচটি ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।