ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে গুঁড়িয়ে দেওয়া হলো বালু মহাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
লালমনিরহাটে গুঁড়িয়ে দেওয়া হলো বালু মহাল

লালমনিরহাট: 'মামলা করেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন’ শিরোনামে বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে নিউজ হয়েছিল বাংলানিউজে। এরপরই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লালমনিরহাটে রাজ কুমার চন্দ্র নামে এক ব্যক্তির অবৈধ বালু মহাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রাণী রায় অবৈধ ওই মহালের মেশিন ধ্বংস করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বালু মহালের মালিক রাজ কুমার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলাচওড়া সিঙ্গাদার গ্রামের মৃত প্রফুল্য চন্দ্রের ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনকে ফাঁকি দিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় বোমা মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি বালু খেকো চক্র। এ বিষয়ে বিকেলে বাংলানিউজে সংবাদ প্রকাশের পরই ইউএনও জয়শ্রী রাণী গোপনে বালু ক্রেতা সেজে ভোলাচওড়া এলাকার মহালে গিয়ে রাজ কুমারের সঙ্গে বালুর দাম কষাকষি শুরু করেন। এরই মধ্যে সদর থানা পুলিশ ওই মহালে গিয়ে রাজ কুমারকে আটক করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে বালু মহালের মেশিন ধ্বংস এবং রাজ কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও। পরে জরিমানা দিয়ে মুক্তি পান রাজ কুমার।

ইউএনও জয়শ্রী রাণী বাংলানিউজকে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত আগামী দিনেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।