বৃহস্পতিবার (২২মার্চ) সকালে রাজস্থলী উপজেলার পাশ্ববর্তী উপজেলা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের নারাছড়া নারানগিরি বড়পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- আনসার-ভিডিপির সদস্য মো. খায়রুল ইসলাম (২৫), মো. নাজমুল (২৭), মো. মোহর আলী (৪০), নজরুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, সকালে ওই আনসার সদস্যসহ চারজন মিলে দিন মজুরের কাজ করতে গেলে ওই এলাকায় অবস্থান করা একদল পাহাড়ি সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক পথ অবরোধ করলে রাজস্থলী উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেলে রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুর রহমান, বাঙ্গালহালিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তমজিদ, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই এবং ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর থেকে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং সন্ধ্যার পর থেকে যান চলাচল শুরু হয়েছে। আহতরা থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনটি