ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্লেন দুর্ঘটনায় আহত কবির ও শাহিনের অবস্থা গুরুতর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
প্লেন দুর্ঘটনায় আহত কবির ও শাহিনের অবস্থা গুরুতর আহত কবির ও শাহিন

ঢাকা: নেপালে প্লেন দুর্ঘটনায় আহত কবির হোসেন ও শাহিন বেপারির অবস্থা গুরতর। এখনো শ্বাসকষ্টে ভুগছেন কবির পাশাপাশি দেখা দিয়েছে জন্ডিস। 

এদিকে, বুধবার (২১ মার্চ) অস্ত্রোপচার হওয়া শাহীন বেপারির ইনফেকশন দেখা দিয়েছে। তাদের দুইজনের অবস্থা গুরতর হলেও অস্ত্রোপচারের পরে শেহরিন ভাল আছেন।

তাকে আইসিইউতে থেকে কেবিনে নেওয়া হয়েছে।

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দোকার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে বোর্ডের সকল চিকিৎসকরা এক সঙ্গে বসে তাদের চিকিৎসার করণীয় নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, শাহিন বেপারি বার্ন ইউনিটে আইসিইউতে আছেন ও কবির হোসেন ঢামেকে পুরাতন ভবনের আইসিইউতে আছেন। শাহিন ব্যাপারির পেশার ঠিক থাকলেও কবির হোসেনের পেশার উঠা নামা করছে। কবির হোসেনে বেশি ফ্যাকচার থাকার কারণে জন্ডিস দেখা দিয়েছে। দুইজনের অবস্থা নিয়ে চিকিৎসকরা চিন্তিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।