ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর: সদর উপজেলার দক্ষিণ গোবিন্দপুরে অভিযান চালিয়ে ২ হাজার ২৭৫ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মোজাম্মেল ওই গ্রামের মো. নেয়ামুদ্দিনের ছেলে।

 

র‌্যাব- ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক মোজাম্মেল দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘন্টা, ২৩ মার্চ, ২০১৮
এসআই/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।