বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোজাম্মেল ওই গ্রামের মো. নেয়ামুদ্দিনের ছেলে।
র্যাব- ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক মোজাম্মেল দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘন্টা, ২৩ মার্চ, ২০১৮
এসআই/এমএইউ/