ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ২৫০ পিস অ্যাম্পুলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
নওগাঁয় ২৫০ পিস অ্যাম্পুলসহ আটক ২ নওগাঁয় ২৫০ পিস অ্যাম্পুলসহ আটক ২

নওগাঁ: সদর উপজেলা থেকে নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ আব্দুল মমিন (২৪) এবং সুজন সরদার (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ।

বৃহস্পতিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। আব্দুল মমিন সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং সুজন সরদার একই উপজেলার এনায়েতপুর গ্রামের জামাল সরদারের ছেলে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। আটকের সময় তাদের কাছ থেকে ২৫০ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৮
এসআই/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।