গাজীপুর: গাজীপুরে মাছের খাদ্যে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মার্চ) দিনগত রাতে শ্রীপুর উপজেলার শৈলাট এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল-আমিন বাংলানিউজকে জানান, রাতে শ্রীপুরের শৈলাট এলাকায় আবু বক্কর সিদ্দিকের মাছের খাদ্যে গুদামে আগুন লাগে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএস/আরআইএস/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।