ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের ইমরান জুয়েলার্স থেকে ডাকাতির সাড়ে ২১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। এ সময় ওই দোকান মালিক ইমরান হোসেনকে আটক করা হয়।
গত ১৩ মার্চ ভোর রাতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপির বালিয়াডাঙ্গীর বাসভবনে ডাকাতি হয়। ডাকাতরা বাড়ির নৈশপ্রহরীকে বেধে অস্ত্রের মুখে এমপির স্ত্রীকে জিম্মি করে ঘরের মালামাল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/