শুক্রবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বেগুনবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান প্রমুখ।
পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীর উপশহরের বাসায়। সেখানে বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে স্ত্রী আকতারা বেগমের পাশেই তাকে সমাহিত করা হবে।
এর আগে ভোর ৬টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে নজরুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় কফিনে আপনজনকে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো একনজর তার মরদেহ দেখার জন্য ছুটে আসেন মুক্তিযোদ্ধাসহ ও আশপাশের মানুষ।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/