শুক্রবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে গাইবান্ধা সদর থানা প্রাঙ্গণে ময়লা-আর্বজনা পরিষ্কারের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।
এ সময় পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে একযোগে সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুলাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ী ও সাঘাটা থানায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ‘বি’ ময়নুল হক, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কে এম নিয়তি রায়,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খান মো. শাহারিয়ার প্রমুখ।
এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জেলার সাত থানায় একযোগে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/