ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পুলিশ সপ্তাহ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
গাইবান্ধায় পুলিশ সপ্তাহ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: পুলিশ সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে গাইবান্ধা সদর থানা প্রাঙ্গণে ময়লা-আর্বজনা পরিষ্কারের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

এ সময় পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে একযোগে সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুলাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ী ও সাঘাটা থানায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সপ্তাহব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আর্বজনা পরিষ্কারের জন্য এ অভিযান চলবে। এ কাজে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ‘বি’ ময়নুল হক, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কে এম নিয়তি রায়,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খান মো. শাহারিয়ার প্রমুখ।

এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জেলার সাত থানায় একযোগে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।