শনিবার (২৪ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মাগুরা সার্কেল) আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবীর সিদ্দিকী শুভ্র, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, এম এ হাকিম, সাংবাদিক অলোক বোস, শফিকুল ইসলাম, রূপক আইচ, মোখলেছুর রহমান, আয়ুব হোসেন, শরীফ তেহরান টুটুল, আরাফাত হোসেন, শেখ ইলিয়াস হোসেন মিঠুন ও রবিন শরীফ।
বক্তব্যে সংবাদকর্মীরা জেলার আইন-শৃঙ্খলা, অপরাধ কর্মকাণ্ড, মাদকসহ নানা সমস্যার কথা নবাগত পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
নবাগত পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বলেন, জেলায় অপরাধ দমনে জোর চেষ্টা চালিয়ে যাবো। এ বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন।
সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরবি/