শনিবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে বড়ুয়াপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার শান্তনু সরকার (২৫) ও তার বন্ধু সাহেদ এহসান (২৫)।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শান্তনু ও তার চার বন্ধু মিলে বৃহস্পতিবার (২২ মার্চ) বগালেক দেখতে যান। সেখান থেকে ফেরার পথে শনিবার দুপুরে সাঙ্গু নদীর বড়ুয়াপাড়া ঘাটে তারা গোসল করতে নামেন। এ সময় শান্তনু ও সাহেদ সাঁতার না জানায় পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরবি/