ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাঙ্গুতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
সাঙ্গুতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২ জনের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে ডুবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) লেকচারারসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে বড়ুয়াপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার শান্তনু সরকার (২৫) ও তার বন্ধু সাহেদ এহসান (২৫)।

তারা ঢাকার বাসিন্দা।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শান্তনু ও তার চার বন্ধু মিলে বৃহস্পতিবার (২২ মার্চ) বগালেক দেখতে যান। সেখান থেকে ফেরার পথে শনিবার দুপুরে সাঙ্গু নদীর বড়ুয়াপাড়া ঘাটে তারা গোসল করতে নামেন। এ সময় শান্তনু ও সাহেদ সাঁতার না জানায় পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।