বিস্ফোরণস্থলে সামান্য গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ওই ঘরের সিঁড়ির কক্ষের গ্লাস ভেঙে গেছে, বাথরুমের টাইলস ও এডজাস্ট ফ্যান পড়ে যায়।
শনিবার (২৪ মার্চ) ভোর পৌনে ৪টায় উপজেলার ছয় নং ময়নামতি ইউপির বাজেবাহেরচর পশ্চিমপাড়া এলাকার আলী আশ্রাফ মাস্টারের বাড়ির মরহুম জাফর আলীর ঘরের কলাপসিবল গেইটের পাশে বিকট শব্দে ওই বিস্ফোরণ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, সদর সার্কেল তানভীর সালেহীন ইমন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলমসহ সিআইডি ও অন্যান্য বাহিনীর সদস্যরা।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন বিকেল পৌনে ৪টায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের মূল কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এ প্রতিবেদন লেথা পর্যন্ত বিকেলে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস্ অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ এবং পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ ঘটনাস্থলে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এএটি