শনিবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মায়া মনি ওই গ্রামের মতিন মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় মায়া মনি। অনেক খোঁজাখুজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায তাকে উদ্ধার গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরবি/