ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে দেয়াল ধসে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
সিরাজগঞ্জে দেয়াল ধসে শ্রমিক নিহত সিরাজগঞ্জে দেয়াল ধসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে একটি বাসার দেয়াল ধসে নুরনবী (৬৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে পৌর এলাকার মোক্তারপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নুরনবী সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চুনিয়াহাটি গ্রামের বাসিন্দা।

এছাড়া আহত মকবুল হোসেন (৬০) একই গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী অপর নির্মাণ শ্রমিক মনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, পৌরসভার বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল মোক্তারপাড়ায়। বিকেলে স্থানীয় মাইনুল রেজার বাসার দেয়াল ঘেঁষে নির্মাণাধীন ওই ড্রেনের ভেতরে নেমে খনন করছিলেন নুরনবী ও মকবুল। এ সময় দেয়াল ধসে পড়লে তারা নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুরনবীর মৃত্যু হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধসে পড়া দেয়ালের নিচে আরও কোনো শ্রমিক চাপা পড়েছে কি না খতিয়ে দেখছি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দেয়াল ঘেঁসে ড্রেন খননের সময় কোনো সাপোর্টিং না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ ব্যাপারে ঠিকাদারের গাফিলতিকেই দায়ী করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।