শনিবার (২৪ মার্চ) সকালে রাজিবপুর উপজেলার বালিয়ামারী বর্ডার হাটে ভারত-বাংলাদেশ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ধস্তাধস্তির সময় বিএসএফ সদস্যের ফেলে যাওয়া পোষাক বৈঠকের মাধ্যেমে ফেরত দেওয়া হয়েছে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি জামালপুরস্থ ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। অপর দিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৫৭ বিএসএফ’র কমান্ডিং অফিসার বিশাল রানে।
শুক্রবার (২৩ মার্চ) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে বিএসএফ সদস্যে অবৈধ অনুপ্রবেশ করে স্থানীয় কৃষকের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাকবিতণ্ড ও ধস্তাধস্তির এক পর্যায়ে এক বিএসএফ সদস্য তার পোষাক খুলে ফেলে ভারতে সিমান্তে ঢুকে যায়।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এফইএস/জিপি