শনিবার (২৪ মার্চ) দুপুর সোয়া একটার দিকে উপজেলার খাকড়াদহ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রনজু উপজেলার দাদুয়া গ্রামের মো. আজির মণ্ডলের ছেলে।
র্যাব-৫, সিপিসি -২ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, রনজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে খাকড়াদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এনটি