শনিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মোল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবুল বাসার বাদশা আকন রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামের মৃত মো. মোসলেম আলী আকনের ছেলে।
আহতরা হলেন- মোটরসাইকেল চালক মো. রাজা তালুকদার (২৮) ও অপর আরোহী সোহাগ (৩০)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি রাজাপুর থেকে পিরোজপুরের উদ্দেশে যাওয়ার সময় বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবুল বাসার বাদশা আকন ঘটনাস্থলেই নিহত এবং চালকসহ অপর এক আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এমএস/এনটি