আটককৃতরা হলেন- নজরুল, আলামিন, আবুল ও নয়ন।
শনিবার(২৪ মার্চ)দুপুরে তাদেরকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি জানান, শুক্রবার (২৩ মার্চ) বিকেলে ইডেন কলেজের চার শিক্ষার্থী চাঁদনীচকে কেনাকাটা করতে যান। এ সময় তাদের সঙ্গে একজনের মা ও আরেকজনের খালা ছিলেন। দোকানের সামনে ব্যাগ রাখা নিয়ে ওই দুই নারীর সঙ্গে একটি দোকানের কর্মচারীদের বাগবিতন্ডা হয়। এরপর ওই শিক্ষার্থীদের সঙ্গেও কথা কাটাকাটির জেরে একজন কর্মচারী তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ও অশ্লীল মন্তব্য করেন।
শনিবার সকালে ওই ছাত্রীদের এমন অভিযোগের প্রেক্ষিতে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
পিএম/এএটি