শনিবার (২৪ মার্চ) দুপুরে হাইমচরে স্কাউটের সমাবেশ স্থান পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, চাঁদপুরে অনুষ্ঠিতব্য জাতীয় স্কাউট সমাবেশের মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি লাভ করবে।
এ সময় উপস্থিত ছিলেন- স্কাউটের জাতীয় কমিশনার ও জনপ্রশাসন সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, স্কাউটের জাতীয় কমিশনার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. শাহ কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরবি/