শনিবার (২৪ মার্চ) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের অডিটরিয়ামে আসন্ন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য হোক।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব এসএম আসাদুল্লাহ, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ শাহীনা আক্তার, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন প্রমুখ।
বৃহস্পতিবার (২৯ মার্চ) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর এবং ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এনটি