ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ট্রেন থেকে ফেলে দিয়ে ব্যবসায়ীকে হত্যা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
গফরগাঁওয়ে ট্রেন থেকে ফেলে দিয়ে ব্যবসায়ীকে হত্যা 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় খোকন খান (৪০) নামে এক ব্যবসায়ীকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়ার বাহইরাপাড়া এলাকা থেকে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) মরদেহ উদ্ধার করে।

খোকন উপজেলার পাগলা থানাধীন দীঘিরপাড় গ্রামের আব্দুস ছালামের ছেলে।

 

খোকনের চাচাতো ভাই মোহাম্মদ অভিযোগ করে বলেন, নিহত খোকন সিগারেটের ব্যবসা করতেন। গাজীপুরের টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকায় সিগারেট বিক্রি শেষে শুক্রবার (২৩ মার্চ) রাতে ট্রেনে করে গফরগাঁওয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করে।  

গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না দুর্ঘটনা এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।