শনিবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
নিহতের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত শারমিন আক্তারের বাড়ি জেলার ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর ও তার স্বামীর বাড়ি নোয়াখালীর সুধারাম এলাকায়।
তারা আরও জানায়, নোয়াখালীতে স্বামীর বাড়িতে শারীরিক নির্যাতনের কারণে অসুস্থ হয়ে বুধবার (২৩ মার্চ) রাতে ফেনী সদর হাসপাতালে ভর্তি হয়। পরে শনিবারে তাকে রিলিজ দেওয়া হয়। কিন্তু তিনি না গিয়ে গোপনে একটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। মরদেহটি বর্তমানে ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াজ রহমান বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এসএইচডি/এএটি