শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাসেল খাগড়াছড়ি সদরের কদমতলী হরিনাথ পাড়ার মো. নূর হোসেনের ছেলে এবং খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী।
জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা জানান, সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরআইএস/