ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
গোবিন্দগঞ্জে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রুমা বেগম (২৮) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার (২৪ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই তিন নবজাতকের জন্ম হয়। রুমা উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধন্ডিয়া গ্রামের লাজু মিয়ার স্ত্রী।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাজাহান আলী সাজু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লাজু মিয়া বাংলানিউজকে বলেন, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা ভালো ছিলো। সন্ধ্যার দিকে একজনের শারীরিক অবস্থার একটু অবনতি হলে ডাক্তাররা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে মাসহ নবজাতকরা ভালো আছে।

তিনি আরো বলেন, আমি খুবই খুশি ও পরিবারের সবাই খুব আনন্দিত। বাড়ি গিয়ে আকিকা দিয়ে নবজাতকদের নাম রাখবো।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।